ভালোবেসে, সখী, নিভৃতে যতনে লিরিক্স

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে। আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো-তোমার চরণমঞ্জীরে।। ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি – তোমার প্রাসাদপ্রাঙ্গণে। মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখী – তোমার কনককঙ্কণে।। আমার লতার...