ঢাকার লাইব্রেরি গুলির খোজ খবর , বেশ কিছু লাইব্রেরি থেকে বই বাসায় নিয়েও পড়া যায় ।

বই মানুষের আজীবনের দিক নির্দেশক, একমাত্র  বই পারে মানুষকে তার মনের ভিতরের মানুষের শাণিত করতে ।  অন্ধকার থেকে আলোর পথে ঠেলে দিতে। বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়। বই শাশ্বত, বই চিরতরুণ। বইয়ের গ্রহণযোগ্যতা ফুরালেও প্রয়োজনীয়তা ফুরানোর নয়। বই পড়া শুধু যে...