by Swapybooks | Apr 21, 2018 | রম্য রচনা
আসুন আরও একবার ঘন হইয়া বসিয়া এই বঙ্গীয় তল্লাটের পিতৃতান্ত্রীক সমাজ কাঠামো লইয়া একটু আলোচনা করিয়া লই: লিখিবার শুরুতেই বলিয়া লই এই অধম কোনো লিঙ্গ প্রথায় বিশ্বাসী নহে,অর্থাৎ সমাজ শুধুই পুরুষের নহে ইহা নারীরও বটে এবং ইহা সমানভাবেই প্রযোজ্য। এই তল্লাটের পুরুষগণ দেখিবেন...