আমি আসবো ফিরে তোমার পাড়ায় লিরিক্স Aami Ashbo Phirey – Anjan Dutt | Neel Dutt

হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ হয়তো নামবে এসিড বৃষ্টি অসময় হয়তো সূর্যের রং হয়ে যাবে ঘোলাটে হয়তো গলে যাবে হিমালয়.! তবু আসবো আমি তোমার পাড়ায় ফিরে আসবো আমি তোমার পাড়ায় তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায় আমি আসবো ফিরে, ফিরে আসবো তোমার পাড়ায়। হয়তো সূর্যের তাপে ছাড়খাড়...