by Swapybooks | Jul 25, 2018 | Lyrics
কলঙ্কিনী রাধা গীতিকার রাধারমণ দত্ত শিল্পীঃ অভিজিৎ বর্মন পটা মা-ই হে… কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা মা-য় তয় জলে না যাইও। (২) মা-য় তয় জলে না যাইওওও……(২) ও কি ও… ! হাটে না যাইও, বাঁটে না যাইও, ঘাঁটে না যাইও লাজে। (২) মা-য় তয়...