Lina’s Thousand Things আঞ্চলিক রান্নার রেসিপি প্রতিযোগিতা – ২০১৯ ফলাফল
https://www.facebook.com/LinasThousandThings/ এর সৌজন্যে https://www.facebook.com/groups/swapybooks/ গ্রুপ প্রথমবারের মত আয়োজন করেছিল আঞ্চলিক খাবারের রেসিপি নিয়ে প্রতিযোগিতা। এতে আপনারা আপনাদের এলাকার ঐতিহ্যবাহী অথবা জনপ্রিয় বা টেস্টি খাবারের রেসিপিগুলি দেয়ার চেষ্টা করেছিলেন । আমরা চেয়েছিলাম এক অঞ্চলের রান্নার স্বাদ অন্য এলাকার মানুষের কাছে ছড়িয়ে পড়ুক।
103 টা রেসিপি পোস্ট এসেছিল, শাহিন আক্তার আপাকে ধন্যবাদ প্রথম পোস্ট দেয়ার জন্য । ফলাফল বিচারে রান্নার স্টাইল, উপকরণ, পরিবেশনা, সেল ভ্যালু, কনসিসটেন্সি এসব নিয়ামক হিসাবে কাজ করেছে। অনেকের রান্না ভাল হলেও পরিবেশন তেমন হয়নি , আবার অনেকে আমাদের অনেক গুলি রান্নার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, অনেকে কপি করা রেসিপি দিয়েছেন, অনেকে পুরানো রেসিপি পোস্ট দিয়েছেন সব কিছু হিসাব করে আসলে রেজাল্ট করতে একটু দেরি হয়েছে। সবাইকে রেজাল্ট আনন্দ চিত্তে গ্রহণ করার অনুরোধ করছি, সামনে আরো দারুন কিছু হতে পারে ।