ডাউনলোড করতে ক্লিক করুন সান্ধ্যআড্ডা ২
বা https://www.swapybooks.com/wp-content/uploads/2019/04/SandhoAdda2.pdf
আমাদের এবারে সংখ্যা সান্ধ্যআড্ডা ২ এ রয়েছে বসন্ত নিয়ে কবিতা কবিতা , সাহিত্য আলোচনা , প্রবন্ধ/অনুপ্রেরনা মূলক রচনা, স্মৃতিকথা সবাই চেষ্টা করেছেন , দারুন লিখেছেন আমরা পাঠকদের কথা চিন্তা করে সেরা লেখা গুলি বাচাই করার চেষ্টা করেছি ।
অনেকে এবারে সংখ্যায় লেখা দিতে চেয়েও পারেন নি কিংবা ২৭শে মার্চ এর পরে দেয়ার চেষ্টা করেছেন আমরা নিতে পারিনি আশা করব মন খারাপ না করে সামনের জন্য চেষ্টা করবেন । আমরা একটা সুন্দর একটি ম্যাগাজিন হিসাবে দাড়া করাতে পারলে এর থেকে দারুন কিছু আউটপুট বের করতে পারব সেটার ফলে যারা লিখবে তাদেরও কিছু সুবিধা হতে পারে ।
সেলিম ভাই, মুনিমা আপা কে অনেকটা কষ্ট করে সময় দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও সান্ধ্যআড্ডা ২ এর সার্বিক সাফল্য কামনা করছি ।
সকল এডমিন ও মডারেটর এর পক্ষে ।
মোঃ মোরশেদ হোসেন মারুফ
ফাউন্ডার Swapybooks.com