Swapybooks ই ম্যাগাজিন এ লেখা আহ্বান করা যাচ্ছে
Share with your friends
  •  
  •  
  •   
  •  

……………………………………………………………………………………………………………

প্রিয় সদস্যবৃন্দ,
আনন্দের সাথে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে Swapybooks ই ম্যাগাজিন “সান্ধ্যআড্ডা ২” প্রকাশ করতে যাচ্ছে ২০১৯ সালের পহেলা এপ্রিল। সব সদস্যদের কাছে ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান করা যাচ্ছে । লেখা জমা দেয়ার শেষ তারিখ ২৭শে মার্চ  রাত ১২টা।
 
বিভাগ সমূহ ।
 
১ কবিতা ( থিম থাকবে বসন্ত )
২ সাহিত্য আলোচনা (কোন গল্প/কবিতা/উপন্যাস বা এসবের চরিত্র নিয়ে আলোচনা ৪০০-৫০০ শব্দ)
৩ প্রবন্ধ/অনুপ্রেরনা মূলক রচনা (৪০০-৫০০ শব্দ)
৪ স্মৃতিকথা ( আপনার নিজের কোন স্মৃতিময় ঘটনা তা থেকে অন্যদের জন্য শিক্ষণীয় বিষয় তুলে ধরা ) (৪০০-৬০০শব্দ)
আমার ইনবক্স এ দয়া করে কোন লেখা দেবেন না, প্রচুর মেসেস এর ভিড়ে পরে এসব খুজে পাওয়া যায় না, যার জন্য সাইটের ফর্ম এ নিচ্ছি, হাতে সময় খুব কম, আপনাদের সবার সহযোগিতা না পেলে ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ সফল করা সম্ভব হবে না ।