Share with your friends
  •  
  •  
  •   
  •  

তুমি আমার কত চেনা
সে কি জান না
এই জীবনের আশা তুমি
তুমি আমার ঠিকানা।।

ভালবাসা কারে যে বলে
ভালবেসে তুমি শেখালে
এত কাছে এলে গো যেন
হৃদয়ে লুকিয়ে গেলে

ভালবাসা কারে যে বলে
ভালবেসে তুমি শেখালে
এত কাছে এলে গো যেন
হৃদয়ে লুকিয়ে গেলে।।

আমি শুধু তোমাকে পেতে
এসেছি গো এই জগতে
বেধে নিব ভাগ্য আমার
বন্ধু তোমারই সাথে।।