Share with your friends
  •  
  •  
  •   
  •  

” নেশা ” গানের লিরিক্স, আরমান আলিফ।

তোমার নেশায় পইড়া আমি হইলাম আমি দেওয়ানা
তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা।
তোমার মতই থাকলা তুমি খবর নিলা না,
তোমার কাজল রঙ্গে রাঙ্গাও তুমি কার আঙ্গিনা। (২বার)

আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশায় কাদায় নাই আমি আমার
রোজ বিকালের মত তোমায় আর তো দেখিনা
আমি আমার মতই থাকব ভাল, খবর নিও না।

এই থাকতে হবে তোমার ছাড়া কথা ছিল না,
আইজ ভিতর ঘরে ধোয়া থাকে, তুমি থাকোনা।
আমার লাল রঙ্গা হৃৎপিন্ড হইতেছে কালো,
কলিজাটা যাক পুরে তবু তুমি থাকো ভাল। (২বার)

আইজ আমার ভিতর জুড়েই শুধু নেশার বসবাস,
নেশা হাসায় নেশায় কাদায় নাই আমি আমার
রোজ বিকালের মত তোমায় আর তো দেখিনা
আমি আমার মতই থাকব ভাল খবর নিও না।

এই আমি যেন কোনোদিনও সিগারেট না ছুই
বলতা তুমি করতা শাসন, লাগত রে ভালই,
আজ নিকোটিনে হইছে কালো ভিতর ঘরের সব,
এখন শাসন করা মায়াবতী কই গেলা কই। (২বার)

আইজ ভিতরে জুড়েই শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশায় কাদায় নাই আমি আমার,
রোজ বিকালে আর তো তোমায় দেখিনা
আমি আমার মতই থাকব ভাল খবর নিও না। (২বার)