বই: “ট্রেন টু পাকিস্তান”
লেখক : খুশবন্ত সিং

 

১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশের বিভক্তি ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এই সময় ভারত ভেঙ্গে সৃষ্টি হয় দুইটি পৃথক রাষ্ট্রের- “ভারত” এবং “পাকিস্তান”। এই অশান্ত সময়ে সাম্প্রদায়িকতার যে নগ্নরুপ সাধারণ মানুষের জীবন কে আলোড়িত করেছিল তা ছিল নজিরবিহীন। অনেক মানুষ চিরতরে হারিয়ে যায়, অগুনিত মানুষ সাম্প্রদায়িক হত্যাযজ্ঞের শিকার হয়ে মারা যায়, অনেক মানুষ হয় নিরাপত্তাহীনতার শিকার।

প্রসারিত সীমান্তের দূরবর্তী এলাকার কয়েকটি বিক্ষিপ্ত ছোট গ্রামই শান্তির মরূদ্যান হিসেবে টিকে রইলো। এর মধ্যে একটা গ্রামের নাম মানো মাজরা।” এই অশান্ত সময়েই মানো মাজরা গ্রামে একটা ডাকাতি আর খুনের ঘটনাকে কেন্দ্র করে ঘটিত ঘটনার সার্থক রুপায়ন ঘটেছে এই উপন্যাসে।“১৯৪৭ এর গ্রীষ্মকাল পর্যন্ত অর্থাৎ নতুন রাষ্ট্র পাকিস্তানের আনুষ্ঠানিক ঘোষণা দেবার সময় পর্যন্ত এক কোটি লোক- হিন্দু, মুসলমান, শিখ পালিয়ে বেড়ালো। তাদের মধ্যে প্রায় দশ লাখ লোক নিহত হল। ভীতির শিকার হল এক কোটি লোক, তারা পালিয়ে রইলো। সেই উত্তাল দিনগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গায় যখন হাজার হাজার মানুষ খুন হচ্ছে, হিন্দুরা খুন করছে মুসলমানদের আর মুসলমান খুন করছে হিন্দুদের, ট্রেন ভর্তি লাশ আসছে আর আসছে উদ্বাস্তু।

সেই ভয়াভয় সাম্প্রদায়িকতার দাঙ্গা শেষ হয়েছিল ভারত পাকিস্থানের বিভক্তের মধ্যে দিয়ে।আর ইতিহাসের এই ট্রাজেডি নিয়ে লেখা অন্যতম সেরা উপন্যাস “ট্রেন টু পাকিস্তান”।