ইবুক ডাউনলোড এখন হবে সহজ ‘সবার জন্য জ্ঞান’-এই লক্ষ্যকে সামনে রেখে আজ যাত্রা শুরু করল ‘বাংলা একাডেমি গ্রন্থাগার-অনলাইন’। বাংলা একাডেমি গ্রন্থাগারে সংরক্ষিত প্রায় লক্ষাধিক দুষ্প্রাপ্য বই থেকে বাছাই করা ১ লাখ পৃষ্ঠা সরাসরি ইন্টারনেটে পড়ার সুযোগ করে দেওয়াই এই অনলাইন উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য। 

আজ মঙ্গলবার বেলা ১১:৩০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার ওয়েবসাইট ও ডিজিটাইজেশন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক উদয় নারায়ণ সিংহ প্রমুখ।

ইবুক ডাউনলোড করতে  এখন থেকে পৃথিবীর যে-কোনো প্রান্ত থেকে www.library.banglaacademy.org.bd এই ওয়েব ঠিকানায় ক্লিক করে সরসারি ই-বুক পড়া ও ইবুক ডাউনলোড করা যাবে। এই ওয়েবসাইটটি ডিজাইন করেছেন প্রিন্স আহমেদ। সপ্তাহখানেকের মধ্যে ১ লাখ পৃষ্ঠা আপলোড করা হবে। ৮০ হাজার পৃষ্ঠা এরই মধ্যে স্ক্যান করা হয়েছে। এই স্ক্যান ম্যাটার ই-বুক ফরমেটে প্রতিদিনই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।

বাংলা একাডেমি গ্রন্থাগারে ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে। পাঠক কম্পিউটার-প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই গ্রন্থাগার ব্যবহার করার সুযোগ পাবেন করতে পারবেন ইবুক ডাউনলোড । এই অটোমেশনের কাজে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন জনাব মো. মুবাশ্বির আহসান।