সক্রেটিস তার ছাত্রদের থেকে টাকা নিতেন বলে প্রমান নেই । তার অভাব লেগেই থাকত
সাংসারিক ব্যাপারে সক্রেটিসের স্ত্রী তার উদাসীনতা তিনি মেনে নিতে পারতেন না । একদিন সক্রেটিস গভীর একাগ্রতার সাথে একখানি বই পড়ছিলেন । প্রচন্ড বিরক্তিতে জ্যানথিপি চিৎকার শুরু করে দিলেন । কিছুক্ষণ সক্রেটিস স্ত্রীর বাক্যবাণে কর্ণপাত করলেন না । কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য রক্ষা করতে না পেরে বাইরে গিয়ে আবার বইটি পড়তে আরম্ভ করলেন । জ্যানথিপি আর সহ্য করতে না পেরে এক বালতি পানি এনে তাঁর মাথায় ঢেলে দিলেন ।

সক্রেটিস মৃদু হেসে বললেন, আমি আগেই জানতাম যখন এত মেঘগর্জন হচ্ছে তখন শেষপর্যন্ত একপশলা বৃষ্টি হবেই

ঝগড়াতে বউ এর ইংলিশ xanthippe ( জ্যানথিপি ) কিভাবে হল জানি না 

পরের কেস হল

বিখ্যাত ফিলোসফার রা বুঝতে পেরেছিলেন শাদি মেরে কাম কা নেহি
Immanuel Kant – Never married.
Jean-Paul Sartre – Never married.
Voltaire – Never married.
Friedrich Nietzsche – Never married.
René Descartes – Never married.
David Hume – Never married.
John Locke – Never married.
Thomas Aquinas – Never married.
Gottfried Leibniz – Never married.
Baruch Spinoza – Never married.
Voltaire – Never married.

আরও কিছু বিখ্যাত মানুষ ।
Isaac Newton – Never married.
Gottfried Leibniz – Never married.
Alfred Nobel – Never married
Leonardo da Vinci  – Never married.
Nikola Tesla – Never married.
Hans Christian Anderson  – Never married.
George Eastman – Never married.

এটা আসলে লেখার জন্য লেখা, কারন বিভিন্ন সময় বিখ্যাত লোকদের নিয়ে অনেক আলোচনা করতে হয় এমনকি আড্ডায় যদি বিখ্যাতদের কিছু খুঁটিনাটি তথ্য জানা থাকে তাহলে অনেক দিক থেকেই ভাল।