We are very proud of this type public .
বাঙালি এক বিখাউজ মার্কা ছেলে যাবে সিঙ্গাপুর ঊঠছে চায়নার কোন এক এয়ারলাইনসে , খাবার সার্ভ এর সময় দিয়েছে বেকন স্যান্ডুইস , অর্ধেক খাবার পর পাশের যাত্রি রে জিগায় ভাই আপনি নিলেন না কেন, খান খান এইটা ফ্রি তো । পাশের যাত্রি কয় ভাই এইডা বেকন স্যাডুইস , বিখাউজের উত্তরঃ তো কি হইছে? পাশের লোক কয় ভাই আমি শুকুরের মাংসের আইটেম খাই না । বিমানে খাবার আগে দেখে নেবেন, পর্ক , বেকন, হ্যাম এই গুলি লেখা আছে কিনা এই সব শুকুরের গোস্তের আইটেম, আপনি যদি হালাল ফুডি হন তাইলে খাইবেন কিনা ভাবতে পারবেন। বিখাউজ তো গেছে সেই ক্ষেপেে, সিট ছেড়ে দাঁড়ায় বলে এই বেডি এদিক আয় i am muslim, i want muslim food, why you giving me this , i will do you এইডা সেইডা বহুত নাচ গান দেখাইল এয়ারহোস্টেজ কিছুখন পরে একগাদা সালাদ আর সস দিয়ে স্যান্ডুইস বানায় ঝামটি মেরে দিয়ে যাবার সময় বলে গেল লে ব্যাটা!!! এইবার লাক ডুবিয়ে খা।
কিছুক্ষন পর সবাইকে এয়ারহোস্টেজ মেয়েগুলি Alcoholic drink সার্ভ করছে, এয়ারহোস্টেজ মেয়েগুলি তারে এইবার ভয়তেই কিছু নিতে সাধে নাই, তারে পাস করে সামনে যেতেই , পিছন থেকে এয়ারহোস্টেজ এর জ্যাকেট টেনে ধরছে , এই বেডি আমারে ওয়াইন দিলি না ক্যান নখরামি কর আমার লগে ? মেয়ে তারে যতই বোঝায় Alcoholic drink হালাল ফুড না , সে যেহেতু আপত্তি জানাইসে আগেই হালাল ফুড ছাড়া খাবে না তাই তাকে দেয় নি, ব্যাটা বুঝে না সে ওয়াইন খেয়েই ছাড়বে, কেড়ে নিতে গিয়া পরে যা হবার তাই হল আকাশের মাত্র ৩০০০০ ফুট উচ্চতায় বিখাউজ এর গালে মুখে জুটিল কিছু ইনফ্লাইট উত্তমমধ্যম ।