১৯৯৭ সালে টিন টিন সিরিজের পড়া প্রথম বই লাল বোম্বেটের গুপ্তধন, বাংলায় বেরিয়েছিল ঝকঝকে গ্রাফিক্স ও দামি কাগজে ছাপা বই টা পড়তে পড়তে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলাম বইয়ের ক্যামিকেল এর গন্ধ তখনো কাটে নি। বইটি ধার নিয়েছিলাম এক ছোট ভাই এর কাছে থেকে, রাঙ্গামাটি তো খুজেই পাই নি, চট্টগ্রামে এক একটা বই তখন ই ২৫০ টাকা নিত , টিফিন এর ২০/৩০ টাকা থেকে অল্প করে টাকা বাচিয়ে কিনে ছিলাম  হার্জ এর টিনটিন সিরিজ এর  সূর্য দেবের বন্দি, আমেরিকায় টিনটিন , বোম্বাটে জাহাজ , কিন্তু কুলিয়ে ওঠা যেত না দামের সাথে পরে মনে হ্ল থাকগে বড় হলে নিজের টাকা দিয়ে কিনে পড়ব কাহাতক আর ১০টা-৫টা সময়ের স্কুলের টিফিনের সময় কষ্ট করা যায় ।

পরে জেনেছি Hergé – হার্জ এর টিনটিন  কেন বিশ্বের সেরা কমিকস ।

আজ সব গুলি একসাথে পেয়েছি পিডিএফ আকারে,

কিন্তু হায়।
দুধের সাদ ঘোলে কি আর মেটে?

মাঝে যে কেটেছে ২০ টি বছর  
……………………..……………….