বই মানুষকে আরো মানুষ করে তোলে। বই আমাদের পরিশীলিত করে তোলে। সোয়াপিবুক গ্রুপটির এখন অনেক দায়িত্ব। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবন শেষে অনেকে বই পড়া কমিয়ে দেয়। কর্মজীবনে বই পড়ার জন্য সময় বের করতে পারেন না।

বর্তমানের তরুণ প্রজন্ম বই থেকে একটু দূরে সরে গেছে। তারা বই পড়তে চায় না। সময় কাটায় মোবাইলিং করে। আমরা চিন্তা করলাম, যেহেতু তারা ফেসবুকে সময় দিচ্ছে, তাদের যদি গ্রুপে সংযুক্ত করা যায় তাহলে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় দিন একটা বইয়ের রিভিউ পড়লে বইটা সম্পর্কে আগ্রহ জন্মাতে পারে। আমি নিজে দিখেছি, এমনো আছে যে, পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়েনি। কিন্তু পরে রিভিউ পড়ে সে বই পড়তে আগ্রহী হয়েছে।