গ্রিক সভ্যতা কেন সেরা ছিল ? তাদের প্রেরনা ও নারীর প্রতি পৃথিবীর অবহেলা ।

ছবিটি সক্রেটিস এর জেলখানার , এই খানে সক্রেটিসকে হত্যা করা হয়েছিল

পৃথিবীতে আজ পর্যন্ত ১৮ টি সভ্যতা এসেছে, যার ভিতর সেরা কিছু সভ্যতার ভিতর ছিল গ্রিক সভ্যতা । জ্ঞানীরা বলেন এর ভিতর অবশ্যই সেরা সভ্যতা ছিল গ্রিকদের, গ্রিক সভ্যতা আবার ছিল ছোট ছোট নগর রাস্ট্রে বিভক্ত , এদের ভিতর এথেন্স ছিল সবদিক থেকে এগিয়ে ।

এই এথেন্সের মানুষের সংখ্যা ছিল মাত্র ৪.৫ লাখ, যাদের ভিতর আড়াই লাখ ছিল ক্রিতদাস, যাদের ভোটাধিকার বা মুক্তচিন্তা করার অধিকার ছিলনা, বাকি থাকে ২ লাখ তাঁর ভিতর মহিলা ছিল ১ লাখ, তখন কার দিনে নারীদের আত্তা আছে বলে মনে করা হত না, এবং তাদেরও মুক্ত চিন্তা বা মতামত বা ভোট প্রদানের ক্ষমতা ছিল না

শুধু গ্রিক দের দোষ চিয়ে লাভ নেই , নারীর ভোট প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে মাত্র ১০০ বছর আগে, ১৯০০ শতকের শুরুর দিকে নিউজিল্যান্ড সীমিত আকারে শুরু করে,

কানাডা ১৯১৭ সালে, যুক্তরাজ্য ১৯১৮ সালে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ১৯২০ সালে, স্পেনে ১৯৩১ সালে, ফ্রান্সে ১৯৪৪ সালে, ইতালিতে ১৯৪৬ সালে, গ্রিসে ১৯৫২ সালে, সুইজারল্যান্ডে ১৯৭১ সালে নারীরা ভোট দেবার অধিকার পান। লাতিন আমেরিকার সিংহভাগ দেশ ১৯৪০-এর দশকে নারীদের ভোট প্রদানের ক্ষমতা প্রদান করে , মজার ব্যাপার হল ২০১৫ সালে ডিসেম্বর মাসে এসে নারীরা প্রথমবারের মত সৌদি আরবে পৌরসভা নির্বাচনে ভোট দেবার সুযোগ পান

মুল কথায় আবার ফিরে আসি

১ লাখ নারী বাদ দিলে ১ লাখ মানুষ থাকে যাদের ভিতর ৫০ হাজার ছিল শিশু বা তরুণ, তাহলে বাকি থাকল মাত্র ৫০ হাজার মানুষ যাদের মুক্ত চিন্তা করার অধিকার ছিল, এবং এই সীমিত জনসংখ্যা গ্রিকদের যুগে যুগে এত যুদ্ধ বিগ্রহের ভিতরও শ্রেষ্ঠ জাতী হিসাবে ধরে রেখেছিল,

কিভাবে? স্পনের মাধ্যমে , প্রেরনার মাধ্যমে , তারা বিশ্বাস করত আমরা শ্রেষ্ঠ জাতীতে পরিণত হব, পেরিক্লিস এর সময় প্রতিটি তরুণ দের রাজ দরবারে হাত উচু করে প্রতিজ্ঞা করতে হত , যে আমার জন্মের সময় এথেন্স কে পেয়েছি আমি মরে যাবার আগে তাঁর চেয়ে ভাল এথেন্স কে রেখে যাব , এটা আসলে মানুষকে মানসিক দিক দিয়ে অনেক এগিয়ে রাখে । দুনিয়ার সেরা কিছু জ্ঞানী মানুষেরা এমনি এমনিতেই তো আর এথেন্সেই জন্ম নেননি ।

আরবদের স্বর্ণযুগ সময় তাদের জ্ঞানী বিজ্ঞানীরাই কি সেই যুগের প্রতিনিধিত্ব করে না?

আমাদের ১৬ কোটি মানুষের গল্প টা কেমন হওয়া উচিত?
দেশ উন্নত হতে হলে চিন্তাধারা উন্নত হওয়া কি উচিত নয়?
আমাদের ছাত্রছাত্রীরাই কি আমাদের সেরা সম্পদ নয় ?

আমাদের সবকিছুই আছে শুধু দরকার ভবিষ্যৎ এর জন্য সেরা জ্ঞানের প্রদীপ জালানোর মত কিছু পরিকল্পনা ।

তাদের দিয়ে সেরা ফল পেতে হলে আমাদের অনেক অনেক বিনিয়োগ করতে হবে সব দিক দিয়ে ।

MH Maruf
27-12-17